পঙ্গু দুঃখরা ব্যস্ত সত্যের সৎকারে,
উপুর হয়ে পরে থাকা সুখগুলো
কুড়িয়ে নিচ্ছে যেন শবযাত্রার ফুল;
যেখানে মৃত্যুটাই দরকারী
সেখানে স্বর্গ নরকের কোন প্রশ্ন নেই।
নিখরচায় অত্যাচার খেয়ে খেয়ে
এখন পেট ভারী করে পড়ে আছে উপোস!
অনর্গল রক্ত গিলে গিলে
এই উপত্যকা এখন গণিকা দালালের দখলে!
তাই প্রজনন মৃত জমির নিস্তেজ শিকড়গুলো
কামনা করে স্বর্গের ক্রোধ;