শোন শোন শোন সবাই শোন দিয়া মন
ফক্কর আলীর কথা আজি করিব বর্ণন।
এক যে ছিলো ফক্কর আলী সুখীপুর গ্রামে
সুখীপুরে সুখ নাই আজি নরক ধরাধামে।
অপকর্মের শত নালিশ আছে তাহার তরে
কসাই ফক্কর দুষ্ট ক্ষত এই দুনিয়ার পরে।
গ্রামের মানুষ করতো তারে সর্ব সময় ভয়
উৎকণ্ঠাতে থাকে তারা কখন কি যে হয়।
গরু ছাগল জায়গা জমি দখলদারির ভয়ে
সরল মানুষ থাকে সদা প্রাণটা হাতে লয়ে।
সাঙ্গপাঙ্গ নিয়ে সদাই তাহার চলাফেরা
বাড়ি খানা বড় তাহার নিরাপত্তায় ঘেরা।
লুটে-পুটে খায় সে গ্রামের সরল মানুষেরে
ডরে-ভয়ে কেউতো কিছু কইতে নাহি পারে।
নামাজ কালাম দোয়া দরূদ পড়ে সব সময়
নিজের প্রচার নিজেই করে জনতারে কয়।
প্রতি বছর হজ্বে গিয়ে করে জিয়ারত
হারামজাদা ষোল আনা জনগণের মত।
-----------------------------------------------------
মোট ছয়টি পর্ব-আগামীকাল থাকবে সুখীপুরের উপাখ্যান-দুই
-----------------------------------------------------
[বন্ধুগণ, এই লেখাটি একটি কাল্পনিক ধারণা মাত্র! এর সাথে স্থান, কাল, পাত্রের সাদৃশ্য খোঁজা অবান্তর। এনালগ যুগে এই ধরণের ঘটনার চটি বই হাট-বাজারে, বাসে, লঞ্চে বিক্রি হতো। গ্রামে-গঞ্জের সহজ সরল মানুষেরা পুঁথি বা পাঁচালির মতো সুর করে এই জাতীয় ঘটনাগুলো একজনে পড়তেন, অনেক লোক গোল হয়ে বসে শুনতেন। এই লেখাটি অনেকটা সেই টাইপের সাদামাটা শব্দে লেখা।]