সময়ের ভাগ্য গণনায় আমার জ্ঞান কাঁচা,
তাই মারাত্মক ত্রুটির আভাস নিয়েও পথ চলি।
সুখী সকালের
বোকা ভালোগুলোতেই আত্মতৃপ্তি খুঁজে পেতে চাই,
কিন্তু প্রতিনিয়তই একটি সূর্যাস্তকে
আমার সামনে অসহায় পড়ে থাকতে দেখি!
তাই দেখে আমার পরিত্যক্ত উদ্বেগগুলো
মাথাচাড়া দিয়ে উঠতে চায়, এবং কতকগুলো
ফিসফিস, বিড়বিড়কে ভয়ে পালিয়ে যেতে দেখা যায়!
অপ্রয়োজনীয় শিরোনামের দায়িত্বজ্ঞানহীন পাঁকে পড়ে
ক্লান্ত শব্দগুলো বেছে নিয়ে লেখার চেষ্টা করি কবিতা,
ভয়াবহ চিত্র দ্বারা উদ্বেগ প্রকাশ করতে চাইলেও
তারা বিদ্রূপ হয়ে চিরকাল ফিরে আসে আমার ঘরে;
সেই সুযোগে চলমান দিনগুলো
অসুস্থতার অজুহাতে কামড়ে ধরে আমাকে!