ক্ষুদ্র লোভে নতজানু
হাজার সত্য অস্বীকার
মনগড়া সব ইস্তেহারে
কুশিলবের নির্বিকার।
{(+-) এক বস্তা-স্বচেগুরা}


নির্বোধেরা জ্ঞানী ভাবে
তারা আসল মোনাফেক
মুখোস পড়া চেতন ধারী
সিঁদ কাটছে নিসুদক।
{(+-) এক মন-স্বচেগুরা}


জ্ঞানীর যুক্তি তুচ্ছ করে
খোঁড়া যুক্তির আস্ফালন
আত্মঘাতী স্বার্থ হাসিল
রাজ্য যাত্রা নির্বাসন।
{(+-) বিশ সের-স্বচেগুরা}


ক্ষুদ্র লোভের মাসুল দিতে
অস্তিত্ব আজ টেকা দায়
গলায় কাঁটা আটকে গেছে
ছোট্ট ভুলে জীবন যায়।
{(-) এক বস্তা-স্বচেগুরা}


ছোট বড় সবইতো ভুল
কিছু ভুলের ফলন পাপ
কৃত পাপে মৃত্যু নসীব
ডেকে আনে নিদান ধাপ।
(দুঃখিত-খালি বস্তা-স্বচেগুরা)