সত্য এবং মিথ্যার দর কষাকষি
হাঁচি দিচ্ছে রক্তাক্ত অঙ্গনে,
তিরস্কারের ভঙ্গিতে অন্ধকার ধমক দিচ্ছে
কাঁদতে থাকা বিবর্তনের উঠোনে দাঁড়িয়ে;
যেই নির্বোধ
দেশের মাটিতে কৃপণ উৎসাহ বিলি করছে এবং
অপ্রতিরোধ্য হতাশার ওজন ধার করে খাচ্ছে,
তার চিন্তাগুলিও দৌড়াদৌড়ি শুরু করেছে ইদানিং।
বারান্দায় বসে থাকা দুঃখগুলো
নির্দোষ ভুক্তভোগীর ঝোলা থেকে বেড়িয়ে পড়ছে
তাজা বাতাসের প্রত্যাশায়;
অক্ষম খোলস ছেড়ে
বেড়িয়ে আসতে চাইছে উদগ্রীব নোনতা ঘাম,
এদিকে স্বদেশের বিবর্ণ প্রাচীরে
দীর্ঘ ছায়া ফেলার অপেক্ষায় ভোরের সূর্য!