দ্বিধাদ্বন্দ্ব গবেষণা করে আগুন লাগা ঘরে,
তাদের পাহারা দেয় পেশাদার শোক,
যতই বিনাশের গলাবাজির ঠ্যাট চলুক,
ব্যর্থতাকে রূপান্তরের মেশিনে ঢুকিয়ে
সফল বানিয়ে, নিকৃষ্ট কিছু বক্রপুচ্ছ
দিন রাত চিৎকার করে মরুক
তাতেও কারো ঘুম ভাঙ্গেনা।


যন্ত্রণার রাজপথে হাঁটছে আমার দেশ
পিঠে চাবুক মেরে এগিয়ে নিচ্ছে নাদান,
নির্মম আর্তি ও যন্ত্রণা তলিয়ে যায় গিরিখাদে,
হাজারো ট্র্যাজেডিতে অনুভূতিহীন অন্ধ বধির
বসে আছে পুচ্ছে আগুন লাগার অপেক্ষায়;
ভ্রুক্ষেপহীন নষ্ট উত্তরাধিকার
রক্ষা করতে পারেনা স্বদেশের সতিত্ব।