দাম্ভিকতা তোমার সারা অংগে লুকিয়ে রেখেছো,
সযত্নে লালন করেছো মিথ্যাকে রঙিন আলোর ঝলকানিতে;
মিথ্যা সভ্যতার দাবিদার তুমি
সারা অংগে ধরেছে পচন তোমার,
তোমার সভ্যতাবিনাশী ইতর উক্তিগুলো
মানুষের মুখে মুখে উচ্চারিত হয় আজকাল
খসে পড়েছে তোমার উলঙ্গ সভ্যতার চাদর।


তোমার অপতৎপরতায়
দিগ্বিজয়ী বীরের মৃত্যু ঘটেছে বহু আগেই
নিডর যুবকের আত্মাহুতির খবর দিয়েছে
পত্রিকার এক রাশ উদ্বিগ্ন অক্ষর।
পরিচর্যার অভাবে শুকিয়েছে রক্তজবা,
পরাক্রমশালী সেই স্বপ্নচারীর আকাশ ছোঁয়ার গল্প কিংবা
কিংবদন্তী সেই ঝড়ের পূর্বভাসকে তুমি করেছো অপমান,
তোমার চরিত্রে এক অসামান্য উদ্ভিগ্নতা করেছে ভর ইদানিং
তাও ঢেকে রেখেছো ব্যর্থ মোড়কে,
দিশেহারা প্রাক্তন ধ্বনিগুলোর মুত্যু হয়েছে সযত্নে,
ছলনার ইন্দ্রজালে ঢেকে রাখার ব্যার্থ প্রয়াস, আজ
খসে পড়েছে তোমার উলঙ্গ সভ্যতার চাদর।


তেজদীপ্ত যুবা-
আমরা পৃথিবীতে জয়ী হয়েছি বার বার, যুগে যুগে জ্বালিয়েছি মশাল!
আমরা তোমাদের কাছে সম্মান ভিক্ষা করতে আসিনা!
আমরা দুর্গ ভেঙ্গে দিতে আসি, চুরমার করে দেব সব!
অগ্নুৎপাতে জ্বালিয়ে দেব মিথ্যার দেয়াল!
সভ্যতার চাদর খসিয়ে আগুন জ্বেলে দেবো!
তারপর হবো ইতিহাস!