পৃথিবীর পথে পথে, জীবন নাকাল
আশমানে মিলে যায় মজলুম ক্রঁদ!
জীবন আর মৃত্যুটা দুল্যমান টাল
অমোঘ মরণ কাছে, বাঁচাটাই প্রদ!


কেটে গেছে জীবনের ছঁদ-লয়-তাল
ছিঁড়ে গেছে অবেলায় সকল বাঁধন,
হন্তারক প্রহরায়, কেটে যায় কাল,
বৃথা যেন মানবের সকল সাধন!


নিদানে দাঁড়াও উঠে, পেছনে দেয়াল
লড়ে যাও শেষতক, পরাক্রম বলে,
ভীতি-ডর করে জয়, অতন্দ্র খেয়াল
বুক পেতে মুশকিল, চলো পায়ে দলে!


কেটে যাবে কৃষ্ণকায়, তমসার রাত,
ফরাকত ভুলে গিয়ে, হাতে রাখো হাত!
-------------------------------------------------
(শেক্সপীয়ারীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬, মিলবিন্যাস কখ কখ,গঘ গঘ,ঙচ ঙচ,ছছ)
শব্দার্থ : ক্রঁদ<ক্রন্দন, কান্না / ছঁদ< ছন্দ, সুরের মুর্ছনা / হন্তারক<মৃত্যু দূত, বিপদ / নিদান<অন্তিম, সর্বশেষ, আখেরী / প্রদ<দায়ক, দায়, বিস্ময়কর, বেঁচে থাকাটাই আশ্চর্য অর্থে / টাল<সন্ধিক্ষণ, সঙ্কটকাল, বিপদকাল / ফরাকত<ভেদ, বিভেদ, বিচ্ছিন্নতা।