টোটকাতে আর হবেনা কাম
সর্ব অঙ্গে কঠিন বেরাম,
পঁচন চিহ্ন থোকা থোকা
উপর প্রলেপ ভেতর ফাঁকা।


মুখে তোমার হাসির আভা
কিছুই হয়নি এমন ভাবা,
চুলকানিতে ব্যস্ত ভক্ত
আরাম শেষে ফেটে রক্ত।


চুলকে চুলকে চামড়া ফাটে
উপরের ভাব ভ্রান্ত ঠাঁটে,
ভেতর দিয়ে জ্বলছে কঠিন
ধামা চাপায় কাটছে দিন।


এমন ভাবে ক’দিন যাবে
পঁচা গন্ধ ঠিক ছড়াবে,
সময় থাকতে ঔষধ দাও
লজ্জা ভুলে জান বাঁচাও।