গণতন্ত্রের আবাস, বদ্ধ যাদুঘরে!
নাগরিক অধিকার, দূর নির্বাসন
উদ্বাস্তু ক্ষুধা ঘুমায়, নিষ্পেষণ তরে
পীড়কের অধিরাজ্য, উলঙ্গ ত্রসন!


অনলাইন ক্যান্সারে, আক্রান্ত তনয়
অনায়াস গড়ে ডেঁপো, গবেটের পাল
জিপিএ ফাইভ হাতে, ত্তঁছার উদয়
ভাবীকালে যার হাতে স্বদেশের হাল!


সাতান্নটি হীরে হত্যা, ভেঙ্গেছে কোমড়
দেশ রক্ষা বাহিনীর, আলগা কপাট!
সীমান্তে লাশের সারি, নেশার কামড়
অরক্ষিত দুর্গে বসা, বানরের হাট!


দেশ পুড়ে ছাড়খাড়,  হাহাকার রোল
জালিমের মুখে তবু, উন্নয়ন বোল!
----------------------------------
শব্দার্থ : ত্তঁছা<অপদার্থ, অনুপযোগী / ডেঁপো<ধৃষ্ট, ইঁচড়েপাকা, ফাজিল / জনন<প্রজন্ম / ত্রসন<সন্ত্রাস, উদ্বেগ সৃষ্টি, আতঙ্ক।
(শেক্সপীয়ারীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬, মিলবিন্যাস কখ কখ,গঘ গঘ,ঙচ ঙচ,ছছ)