এমন কোন আসমানী ওয়াদা নেই যে,
কারো নিজের কাজটি গায়েবী ভাবে কেউ করে দেবে!
বরং নিজের কাজ নিজে মমতা দিয়ে করলে
বরকতে ভরপুর করে দেয়ার আসমানী অঙ্গীকার আছে!
কিন্তু নাফরমান বান্দা ভাগ্যের সাথে ধাক্কা-ধাক্কি করে,
নিজের দোষ প্রভুর ঘাড়ে চাপিয়ে দিয়ে
প্রভুর ঘরে ইন্সুরেন্স করে বসে থাকতে দেখা যায়!
অনায়াসলব্ধ ভাগ্য প্রাপ্তির লোভের কারণে
সর্বাধিক স্নেহযোগ্য এবং টেকসই মুহুর্তগুলি হাতছাড়া হয়ে
চোখে জল নিয়ে প্রবীণ উদ্যানে নিঃস্ঙ্গ হাঁটে।
লোভের ঝুড়িতে ভরে রাখা স্বাধীনতার গুরুত্বপূর্ণ অঙ্গীকার
তালিকাভুক্ত বিপন্ন জনপদে কাটায় অস্বচ্ছল জীবন!
হতাশাগ্রস্ত বিশ্রাম ফেলে রেখে
শীতল পৃথিবীর একটি রাত, একরাশ অন্ধকার জড়িয়ে ধরে
একাকী অপেক্ষা করে সোনালী ভোরের!