পাকানো মিথ্যার মোড়কে
সত্যকে সমাহিত করা হয় অবলীলায়,
অন্যায়ের ছিদ্র দিয়ে আত্মাহুতি দেয় ন্যায়ের বিপ্লবী,
ঘৃণার চোখ হত্যা করে ভালোবাসার শরীর,
তাবেদারের নির্লজ্জ দাসত্বের কারণে
আমরা সাম্যের বায়ুতে শ্বাস নিতে পারিনা,
এভাবেই দুঃখের বাতাস ঝড় তুলছে সীমান্তব্যাপী,
তাই অবাঞ্চিত খড়কুটোর ন্যায়
জীবন ও স্বপ্নরা ভেসে যায় বাণের জলে।


হে আমার প্রানের জন্মভূমি!
মীরজাফরের প্রেতাত্মারা তোমাকে খুব ময়লা করে ফেলেছে;
যৌবনেই তোমার অবয়বে
পরে গেছে অমোচনীয় বয়সের ছাপ,
তোমার হৃদয়ের দরজাটা কঠিনভাবে খিল আটা আছে,
তাই বাহির থেকে হাজারো কান্নার আওয়াজ
ঢুকছেনা অনায়াসে; সেই সুযোগে
ভ্রান্ত দেশপ্রেমিকের পুষ্পস্তবকে ঢেকে গেছে মৃত সভ্যতার কবর!