আমি যে মানসিক নোটগুলি পড়ে পড়ে
অনুপ্রেরণা অর্জন করতাম, এবং
শুভাকাঙ্খী বন্ধুগণ হৃদয়ের গভীর ভালোবাসা জানাতেন,
আঠারো কোটি মুসাবিদার সাথে সেটিও পুড়ে গেছে।
পোড়া আগুনের ওম পোহাচ্ছে কিছু বদের হাড্ডি;
অস্তিত্বের অর্ধমৃত শরীরে কাফন পড়িয়ে
নির্লজ্জ উলঙ্গ নৃত্য করছে আল্লাহর জমিনে।


ইদানিং সত্যবাদী দুঃখগুলো বেদনায় রূপ নিয়ে
কাঁদতে থাকা প্রচন্ড ঝড়ের রাত অতিক্রম করছে;
আশাহত বেদনাগুলোও জিইয়ে রাখে বিভ্রান্ত শিখা,
অগ্নুৎপাতের দেয়ালের পাশে আরাম খোঁজা অক্ষম
যে মজাদার বক্তৃতা শুনে দিবাস্বপ্ন দেখতো,
আজকাল সময়ের তরঙ্গ তার কানেও ধাক্কা মারে;
তারই ফলশ্রুতিতে-
খোঁড়ল থেকে বেড়িয়ে পড়ে ভগ্নাংশের স্কোর।