এক যে ছিলো ভন্ড রাজা
দয়ার শরীর তার
ভেতরে বাস হারামজাদার
উপরে উদার।


নামাজ কালাম দোয়া দরূদ
ফরজগারীর ভান
কারো কাছে ধরা পড়লে
নিচ্ছে তাদের প্রাণ।


তাহার কাছে হার মেনে যায়
খবিশ আজাযিল
এমন শয়তান কেউ পাবেনা
ত্রিভুবনে মিল।


উজির নাজির আছে হাজার
সমান তালে চলে
রাজ্যতো নয় গরুর খোয়ার
যেমনে পারে দলে।


রাজ্য জুড়ে প্রজায় প্রজায়
গিট্টু লাগায় শত
ঘরে বাইরে বিবাদ লাগায়
চাণক্যেরই মতো।


এদের ধরে ওদের মারে
গু-গোবর সব খায়
লুটে পুটে গোলায় ভরে
যেথা যাহা পায়।


প্রচার যে সব গাঁজাখুরি
আসল খবর চেপে
প্রজায় রাখে অন্ধকারে
যেন না যায় ক্ষেপে।


লাঠির ওপর ভর করে সে
রাজ্য চালায় তার
ভেতরে তার ভয়ও আছে
কখন পগারপার।


অত্যাচার আর অনাহারে
প্রজা হাড্ডিসার
মূঢ়ের রাজ্য কায়েম করে
পেয়ে যাচ্ছে পার।
--------------------------
[পাঠক বন্ধুগণ, এটি একটি শুধুই কাল্পনিক অনুভূতি! স্থান, কাল, পাত্রের সাথে সাদৃশ্য খোঁজা অবান্তর।]