মেঘের পাত গর্জন, ভয়াল আকাশ!
ঘনঘোর তমসায়, ঝড়ের আভাস,
বিজলির ত্রাস-রূপ, জাহির আপদ
ভয়াতুর চারিপাশ, ত্রাসিত ভূ-পদ!


পরাক্রমে হাল ধরে, বিপদের কাল
উতরাতে হবে রাত, সামনে সকাল!
বাঁধা যতো আসে পথে, দৃঢ় মনোবলে
সমানে আগাতে হবে, ঝুঁকি পায়ে দলে।


যতই আসুক ঝড়, বাধার ঝঁঝাট
রুখে দেবো দুই হাতে, ভাঙ্গিবো কবাট!
ভয়ভীত বাটে যত, পাতা আছে চার
দেশলাই কাঠি জ্বেলে, করো ছাড়খাড়।


রাত যত কালো হোক, হোক যত ঘোর
সব রাত শেষ হয়ে, ঠিক আসে ভোর!