আমরা নিজের ওপর দাঁড়িয়ে
নির্মোহ স্বপ্নের ভেতর দিয়ে জীবন কাটাই,
অনেক সময় জীবন খরচ করা আনন্দের মুহুর্তগুলোকে
উড়িয়ে নিয়ে যায় দুঃখের ঝড়,
কিন্তু পৃথিবী কখনই থেমে থাকেনা সেই শোকে;
উদ্বেগ এবং ভয়ের লকলকে জিভ
আমাদের প্রতিনিয়ত জর্জরিত করে পদে পদে।
তাই জীবন মুক্তি পাওয়ার আগেই
চৈত্রাগুনে জ্বলে যায় সময়ের পুরোটা দিন,
এভাবেই অশ্রু ঝরা রাতটির ভার
বহন করে চলে ভোরের প্রত্যাশা।