হাসতে পারা একটি উৎকৃষ্ট অভ্যাস
দীর্ঘায়ু লাভের একটি সাশ্রয়ী উপায়
অনেক বেদনা উপেক্ষা করে তাই আমি হাসি
প্রিয়জন হারানোর কষ্ট মুছে চোখে ফোটাই হাস্যময়সূর্য
অপ্রাপ্তির হতাশা ঢেকে নগন্য প্রাপ্তির আনন্দে ভাসি
কতো অপমান, নিয়ত উপেক্ষা,
    অনন্ত বিরহ ভুলি ঐ একই মন্ত্রে
পরিমিত আহারে থাকি নিরোগ,
    আয়েস ভুলে হই পরিশ্রমী,
         বন্ধু বাৎসল্যে হয়ে উঠি সামাজিক
হার্দিক সম্পর্কের কেন্দ্রে রাখি প্রফুল্লতা
সৌজন্য প্রকাশের সূচনায় ঠোঁটের কোণে হাসির রেখা
পরিচিতি সহজ হয়ে যায়, সহাবস্থান হয় পোক্ত।


সক্রেটিস হাসতে হাসতে হাতে তুলেছিলেন হেমলক
যীশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন হাসি মুখে
আর প্রিয় নবী মুহাম্মদ (সঃ)
     পথের কাঁটা সরিয়ে চলেছেন পথ,
           শত্রুতার প্রত্যুত্তর দিয়েছেন অনাবিল হাসিতে
এ ভাবেই কালে কালে হয়েছে সত্যের জয়
হাসি এক অব্যর্থ কৌশল, মানবতার শুদ্ধতম অস্ত্র
ঐ একই সম্পদ নিয়ে আমি করে যাবো হৃদয় জয়
মানুষের ভালোবাসায় আমি অমর হতে চাই।


৩-৫-২০২০। বিকাল ৫-৩৫। সেনওয়ালিয়া