শরীরে মাখি প্রসন্ন প্রভাতের সোনালি রোদ্দুর
একফালি রশ্মিতন্তু উসকে দেয় মেঘের কর্পূর  
দিনমান গম্ভীর আকাশের উদ্গত উষ্মাঝলক
রাত জুড়ে অক্লেশে গেয়ে যাওয়া বিষন্ন শ্লোক
এভাবেই ত্রস্ত রাখে, সিক্ত করে আষাঢ়-শ্রাবণ
একঘেয়ে জীবন হঠাৎ হয়ে উঠে রংধনু প্রবণ।


কে কবে করেছিলো এমনই বরষার আরাধনা
গৃহবন্দী জীবনে ঘোলাটে ভাবনার মালা বোনা
বৃষ্টিভেজা কেতকীর কদর শুধু ঐ অহির কাছে
লেপ্টানো শাড়ি গায়ে কোন প্রেয়সী প্রণয় যাচে
বরষা এনে দিয়েছে সুযোগ গোপন অভিসারের
উৎরে যাওয়া প্রণয়ের অকস্মাৎ এ পুরষ্কারের।


কবি এক মানিয়ে নেয় বিচিত্রতর ঋতুর চলনে
ব্যস্ত থাকে সঞ্চিত পুলকের সশব্দ আয়োজনে।


১২-৭-২০২০। সকাল ১০-৩০। সেনওয়ালিয়া