আমি দরিদ্র, হীন মনোবল, আমারে দাও ত্রাণ
আমি অসহায়, নিরাশায় বাঁচি, জাগাও এ প্রাণ
তোমরা ডিঙ্গাও শক্ত বাঁধা এমনই মনের জোড়
পিছে পড়ে থাকে হতাশা ভরা অন্ধকারের ঘোর
আমি পাড়ি না, স্বপ্ন দেখি না, আমার দুর্বলচিত্ত
তোমরা হবে সাহেব-বাবু আমি তোমাদের ভৃত্য।


মাঝে মাঝে ভাবি সবই বুঝি ঐ বিধাতার নির্ণয়
তা নইলে গরীবের ঘরে এই অভাগার জন্ম হয়!
শিক্ষা জোটেনি, ভরসা পাইনি, সব কপালদোষ
ক্রন্দনে ভাসি, কলহে ডুবি, বৃথাই আত্মনির্ঘোষ
কতো প্রচেষ্টা, প্রকল্পের ভীড়, পরিবর্তনতো নাই
অন্তর দিয়ে কেউ বলে না দারিদ্র ঘোচাতে চাই।


২-৮-২০০। বিকাল ৪-১৪। সেনওয়ালিয়া