দেয়ালে বিচ্ছিন্ন হয় যৌথ পরিবার
মনের দেয়াল লোপ করে সম্পর্ক
চোখের দেয়ালে সত্য মাথা ঠুকে মরে
অন্ধ বিশ্বাসের দেয়ালে বন্দী হয় সমাজ
দেয়ালে পিঠ ঠেকলে বিদ্রোহ দানা বাঁধে।


দেয়াল আমরা নিজেরাই তুলি
অর্থনৈতিক, ধর্মীয়, ব্যক্তিগত নানা কারণে
দীর্ঘ অবহেলায় জেগে উঠে দীর্ঘশ্বাসের দেয়াল
আত্মগোপনের প্রয়োজনে হয় দেয়াল রচনা
প্রতিরক্ষায় অনেক ব্যয়ে গড়ে উঠে দেয়াল
বিবিধ দেয়াল তুলে আমরা বৈষম্য বাড়াই।


দেয়াল আবার ভেঙ্গে পড়ে ঐক্যের আহ্বানে
শিক্ষার আলোয় মোমের মতো গলে
                                          কুসংস্কারের দেয়াল
ভালোবাসার টানে উপেক্ষিত হয় জাতের দেয়াল
দেয়াল ভাঙতে লাগে আদর্শের জোড়
বড় দেয়াল ছোট দেয়ালকে করে অকার্যকর।


আমি এক অলঙ্ঘ্য দেয়াল খুঁজি
যেখানে নিরাপদে থাকবে
                   আমার মূল্যবোধ,
                             ঋদ্ধ দেশপ্রেম,
                                      প্রেমিক মন
জংলী বটের বেয়াড়া মূলের মতো চাইনা ফাটল
সে দেয়াল পাহারা দেবে বোধের তরবারি
কাব্যের শব্দদেয়ালে ঘষে তাকে করি ক্ষুরধার।


৬-১-১৯।  রাত ১০-০৭।  বাকৃবি