উদ্বায়ী হাহাকার মেঘ হয়ে জমে
তারপর একাকী দুঃখ যাপন বিভ্রমে
কষ্টেরা ভারী হলে সঠিক প্রহরে
হৃদয় উজার করে বেদনা ঝরে।


তুমি কি টের পাও ভেতরের শ্রাবণ?
তোমার উপেক্ষার বাষ্পেরা ঊর্দ্ধপ্রবণ
বাইরের হাসি দেখে প্রসন্ন থাকো
অগণন প্রাপ্তিতে আমায় ব্যস্ত রাখো।


যৌথ চলার ছিলো প্রতীজ্ঞা কঠোর
প্রাপ্তিতে ডুবে করো উপেক্ষা অগোচর
মেঘে মেঘে ঘর্ষণে বজ্র হতে জানি
প্রেম ভুলে চাই না ক্রোধের অশনি।


তার চেয়ে নেমে আসো একই সমতলে
মিথোজীবি ও হার্দিক জীবন কৌশলে
মেঘ হয়ে ভাসা নয়, দিগন্তে মেঘ দেখি
সুখের পুলক তখন ঠিকই দেবে উঁকি।


২১-৬-২০২০। বিকাল ৬-২৬। সেনওয়ালিয়া