আকাশ সমান হৃদয় পেতে ঠায় বসে আছি
উন্নাসিক মেঘ তুমি দিগ্বিদিক ছোটো
কখনো গম্ভীর হয়ে ঢেকে দাও প্রত্যাশার সূর্য
একটু স্থির হও, শুরু হোক বোঝাপড়া কাল
মুখোমুখি বসে জেনে নেবো প্রণয়ের পাঠ।


চাহিদারা মেলে না কখনো
কৃষক বৃষ্টি চাইলেই জমে না কাঙ্ক্ষিত মেঘ
আবার না চাইতেই নামে ফসল ভাসানো ঢল
সবকিছু মেনে নিয়েই টেনে চলে জীবন
বেঁচে থাকা এখানে চাতকপ্রবণ।


অনেক ত্যাগের পরে জোটে সামান্য সুখ
অঢেল প্রাচুর্যে ডোবে সুখের তরী
অতৃপ্তির বুদ্বুদ যেন সজীবতার সলতে
তারপর গড়িয়ে চলা মিথোজীবি সময়
তাই সায়াহ্নে এসে লাভ নেই অনুতাপে।


আমার আকাশের সোনালী রোদ্দুর হও
নিজেদের প্রাপ্তি ছড়িয়ে পড়ুক ধরায়
ভগ্নহৃদয় প্রেমিক যুগল ফিরে পাক আশা
আমাদের প্রেমপদ্ম কাব্য হয়ে ঝরুক
অনাগত কালে হোক মীথতুল্য স্মরণ।


প্রিয়, চলো প্রণয়ে হই একাকার
বর্তমানকে রাঙি স্বর্গীয় পুলকে
সব সংশয় ভুলে হয়ে উঠি দুজন দুজনার।


৭-৭-২০২০। দুপুর ১-০৯। সেনওয়ালিয়া