এভাবেই থেকো চিরকাল
হাসিখুশি নির্ভার, প্রসন্ন সকাল-বিকাল
প্রণয়ে ছিলাম যতোটা প্রগলভ, সংসারে ততই নিষ্প্রভ!
সমস্ত চাহিদা মেটাতে কি পারে শব্দকুসুম?
হৃদয় ভরে গেলে জাগে ক্ষুধার্ত উদর
ক্ষুন্নিবৃত্তির তরে চাই চাল ডাল
কবি এক উদাসীন বোঝে নি হিসেব
প্রস্তুতি ছাড়া সংসারে দিয়েছে ঝাঁপ
সে ব্যর্থতা মুছে যায় তোমার উদারতায়
টানাপোড়েন এর ভেতর দম নিয়ে বেঁচে থাকা
অল্পতে তুষ্ট হবার গোপন মন্ত্রে তুমি উজ্জীবিত
তুমিই আরাধ্য ওগো কাব্যের কেন্দ্রভূমে
বাকি সব মরীচিকা, উপমা-রূপকে মন ভোলানো খেলা
প্রণয়কালে নিখাদ ছিলো ভালোবাসা
আজ সেটা খাঁটি সোনা তোমার পরশে
আরো সংলগ্ন হও, আলিঙ্গনে বাঁধো,
   চিরকাল পাশে থাকো।


৯-৫-২০২০। বিকাল ৪-০৭। সেনওয়ালিয়া