মহাবিশ্বের নির্জন কোণে প্রাণের স্পন্দন
দৈব নয়গো জানি তোমার দৃঢ়কল্প সৃজন।


এতো রূপসুধা বৈচিত্রভরা পৃথিবীর বুক
অযুত পুলক ছড়ানো, বিছানো কতো সুখ
তার মাঝে জাগে প্রলয়শঙ্কা, ক্লিষ্ট স্পন্দন
সুন্দর ছেড়ে হারাবো বলে অসহায় ক্রন্দন।


পূণ্যকাজে যৌথ প্রয়াসে ঠেকাবো প্রতিকূল
মিথোজীবিতার পরীক্ষায় আর হবে না ভুল
ফিরিয়ে নাও ক্রোধ তুমি, ফেরাও অকল্যাণ
আমরা তোমার প্রিয় এ পৃথিবীর দুস্থ সন্তান।

১২-৬-২০২০। সকাল ১১-০৫। সেনওয়ালিয়া