প্রণয় সকল কালেই গোপনীয়
লোকচক্ষুর আড়ালে চলে হৃদয়খেলা
স্পর্শের নৈকট্যে সঙ্কোচ ছড়ি ঘোরায়
কামনায় অবগাহন সে তো আঁধারের কৃত্যশিল্প
এ অতৃপ্তি মেনেই চলে গভীর ভালোবাসা।


প্রকাশ্য চুম্বন এক দুর্লভ পাশ্চাত্যপ্রকাশ
প্রাচ্যের প্রেমিকের নেই তেমন দুঃসাহস!
কল্পনা তাকে পৌঁছে দেয় আরাধ্য সীমানায়
সেখানে পথ দেখায় কাব্যের উসকানি
প্রণয়ে, কামে চলে প্রজননের অলঙ্ঘ্য প্রগমন।


আমি যে প্রেমিক কবি ভাঙতে চাই নিরস নিগড়
স্বতঃস্ফূর্ত হতে চাই প্রেমবিলাসে
কে আছে সঙ্গী হবে এ সংস্কার আয়োজনে?
স্বর্গীয় প্রণয়ের হবো প্রকৃষ্ট উদাহরণ
মহাকাব্যের শব্দবন্ধে নয়
       প্রত্নশিলার গায়ে উৎকীর্ণ ছবি নয়
                  নিন্দুকের কুৎসার ফলায় নয়
মর্ত্যেই ঘুচাবো প্রণয়ের ঐতিহ্যিক অতৃপ্তিবোধ।


১৫-৯-২০২০। দুপুর ২-২০। সেনওয়ালিয়া