যে হয়ে আছে নত তাকে পদানত করে কী লাভ?
পারো যদি ভালোবাসা দিয়ে তাকে জাগাও
যে লতিকা পড়ে আছে জমিনে আশ্রয়হীন
     তাকে তুলে দাও মাচায়
তোমার সাহায্যের বিপরীতে সে হবে ফলবতী
শুধু ঊর্দ্ধগামী  হয়ো না, নীচে তাকাও
দেখবে অগণিত দুঃস্থ ও সাহায্যপ্রার্থী বাড়িয়েছে হাত
তাদের কাউকে করো তোমার সহগামী
তবেই না তুমি হলে মানবিক
মনুষ্যত্ব লুপ্ত হলে বিবর্তনের পিচ্ছিল শেকল বেয়ে
    স্থায়ী হবে তলানিতে
জীবন এক সাপ লুডু খেলা
অহং টেকে না বেশি দিন
টিকে যায় কীর্তি, ভালোবাসার ইমারত
তাই ভালোবাসার চোখে দেখো পৃথিবীকে
সেখানে প্রাপ্তি অল্প হলেও নগণ্য নয়
মৃত্যুর পরও মিলে যেতে পারে অনশ্বর অধিষ্ঠান
    প্রজন্ম থেকে প্রজন্মে, হৃদয় থেকে হৃদয়ে।


২-৫-২০২০। দুপুর ১-২২। সেনওয়ালিয়া