আকাশে বাতাসে পুলক ছড়ানো আমি দেখি বসে বসে
সবুজের মাঝে রঙের বাহার ঘোমটা খোলে হেসে হেসে।


নেমে পড়ি পথে সুখের খোঁজে যে টুকু জোটে আহারে!
সমুদ্র মন্থন শেষে আরোহণ করি দুর্গম কতো পাহাড়ে
খুঁটে খুঁটে তুলি সব আনন্দ কণিকা কাব্যের ক্যানভাসে
আমি রূপের কাঙ্গাল স্থিতি ছেড়ে ঘুরি অমৃতের দেশে।


চোখের জল শুকিয়ে ফেলি সাহারার দুঃসহ উত্তাপে
সতত থাকি হাসিমুখ, কখনো তা মলিন হয়না সন্তাপে
আমি শোক শুষে নিয়ে ক্রমাগত এ হৃদয় ভরেছি বিষে
চোখে ফোটে তবু তৃপ্তির ছোঁয়া জীবনকে ভালোবেসে।


২২-৮-২০২০। দুপুর ১২-১৩। সেনওয়ালিয়া