দপ করে নিভে যায় জীবন প্রদীপ
সমস্ত অর্জন পেছনে ফেলে
     পড়ে থাকে পরমুখাপেক্ষী শব
এতো দিনের প্রতাপ হয় ঋণাত্মক জনশ্রুতি
যারা মহত্তম কর্মে করেছিলো আত্মনিয়োগ
   তারা পেছনে রেখে যায় সহস্র ভেজা চোখ
   অনাগত কালের দীর্ঘশ্বাস, নিয়মিত স্মরণ।


এ সত্য জেনেও তবে কেন ঊর্দ্ধশ্বাসে ছোটা?
এক জীবনে চাহিদাতো বেশি নয়
সম্পদের পাহাড় প্রজন্মের ভোগেও অনিঃশেষ
বৃথাই তবে গরীবের ধনে লোলুপ চোখ
দুস্থের ত্রাণ আত্মসাতের গোপন মন্ত্রণা
ক্ষমতার জোড়ে শাস্তি এড়ায়,
                             অভিশাপ কমে না।


মৃত্যু অনিবার্য, শুধু কপর্দকশূন্য ফিরে যাওয়া
পৃথিবীর জয় অথবা লয় কিছুই করে না স্পর্শ
তবু জীবৎ কালে ঘুরিয়ে নেয়া সভ্যতার চাকা
পরিণতিতে সগৌরবে চলে প্রজন্ম পরম্পরা
এর অন্যথা হলে গ্লানিকর ভবিষ্যত যাপন।


তাই জীবন কাটাতে হয় সম্মিলনে
দানে, ত্রাণে, সহমর্মী অবস্থানে
আনন্দ ভাগ করে নিয়ে গড়া সমৃদ্ধ সমাজ
অপরের কষ্ট লাঘবে বাড়ানো বন্ধুর হাত
দুর্যোগে অটল, লক্ষ্যে অবিচল যুথবদ্ধ জীবন।


জীবন অমূল্য, তার নয় অপচয়।


১০-৭-২০২০। সকাল ১১-৪৩। সেনওয়ালিয়া