মেঘেরা ক্ষেপে গেলে জ্বালায় আগুন
যেন বৈশাখী নিশীথে লেগেছে ষাঁড়়ের লড়াই
শিঙে শিঙে ঘর্ষণে খেলে যায় বিদ্যুৎ
ভয়ানক হুঙ্কারে কেঁপে উঠে চরাচর
তারপর সাঙ্গ হলে হলাহল, বর্ষণে থামে ক্রোধ।


নির্ঘুম রাতে গগনে রেখেছি চোখ
আমার পুলক তো থামে না
বৈশাখ যে এমনই বিদ্যুতমতি ও বজ্রময়!
মরণে নয়তো স্মরণে করে অধিষ্ঠান
ধ্বংসের ভেতরে দেয় জীবনের ইঙ্গিত  
তাই তারে আহ্বান করি কৃত্যনৃত্যসঙ্গীতে।


১৯-৪-২০২০। ভোর ১-২০। সেনওয়ালিয়া