অবেলায় জেগেছে ভাব কারে দোষ দেব বলো
সে বিচার ভুলে যেয়ে মনটা আমার সঙ্গ দিলো।


পথ ধরে যেতে যেতে দেখা পাবে দৃষ্টি পেতে
কতো রূপ ছড়ায় গড়ায় দু’ধারের শস্য ক্ষেতে
মধুপের গুঞ্জরণে, প্রজাপতির শিহরণে
উদাস খেলায় মনের ভেলায়
                          এ বেলা ভাসবে চলো।


দিনমান কাজের ফাঁকে ভাবনার উঁকিঝুঁকি
ব্যাকুল এই হৃদয় খানি কী দিয়ে বেঁধে রাখি
পাখিদের আসর জমে, সেখানে ভিড়বো ক্রমে
কুজনের ঐকতানে, পুলক সুখের গানে
প্রকৃতির অই কুঞ্জছায়ায়
                         মিশে যাবার সময় হলো।


১-৬-২০২০। বিকাল ৫-৩৭। সেনওয়ালিয়া