নিজের উপর বিশ্বাস উঠে গেছে ক্রমে
হাত দুটোকে সন্দেহ বেশি
কে জানে তাতে ওৎ পেতে আছে মৃত্যুবীজ
অনেক অনিচ্ছায় মুখে তুলি অন্ন,
   তার আগে খুঁজে নেই তন্নতন্ন  
       লুকানো অনুজীব করতে পারে বিপন্ন
হাত, মুখ আর চোখের সখ্য এখন নেই
আরোপিত বৈরিতায় তারা পরস্পর বিমুখ।


বেঁচে থাকার দুর্নিবার তাড়না উসকে দেয় আত্মপরতা
মৃত্যুর চেয়ে অধিক ভীতি আজ মৃতদেহ ঘিরে
সামাজিক দূরত্ব মেনে,
      সম্পর্কের নৈকট্য ভুলে,
           আজ শুরু হলো শারীর অঙ্গসমূহের
               অসহযোগীতার কাল।


এভাবে বেঁচে থেকে কোন অভীষ্টৈ পৌঁছবো আমরা?
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফিরবে কি ঐক্য
     সমাজে, পরিবারে, দেহের অঙ্গসমূহে?
নাকি নিপতিত হবো ততোধিক ক্লীব জীবনে
অবিশ্বাসের উপকূলে পোহাবো একাকীত্বের রোদ।


৩০-৪-২০২০। বিকাল ৬-১৬। সেনওয়ালিয়া