প্রজাপতিমন উড়াউড়ি ঘুরাঘুরি রঙিন ফুলে
পাখনায় রঙ মেখে পীযূষের উৎস দেখে ছোটে
তারপর ফিরে যাওয়া, থাকে না পিছুটান
যৌবন তেমনই উচাটন, জাগে মধুপহৃদয়
কতো প্রাণ উচ্ছল, রূপসী চঞ্চল, আকর্ষণ অনিবার
তবুও সংকোচ স্বেচ্ছাচারে, অলির মতোই আত্মপরতায়
ভালোবাসা তলিয়ে যাওয়া নয়, তার চেয়ে বেশি কিছু
বিশ্বাসের টনটনে বোধ, আস্থার অবিচল স্রোত
তারপর দায়িত্বের অগ্নি শপথ
মধুকর বশ্য নয় এসব অঙ্গীকারের
সে তো প্রেমিকও নয়, নিছক শ্রমজীবি কীট
মানুষ বাঁধে ঘর, তার চেয়ে বড় স্বপ্ন
প্রণয়ের সিঁড়ি বেয়ে পৌঁছতে চায় স্বর্গীয় স্থিতিতে
তাই ফুল ও মধুচক্রের গল্প বৃথা, কেবল ছড়ানো বিভ্রম
প্রেমের আছে নিজস্ব নিয়ম, সাড়া দেয়া হৃদয়ের টানে
এখানে প্রতীক্ষা আছে, সহিষ্ণুতা লাগে
বিরহ আসে মিলনের আগে
যৌবনের ভুলত্রুটি প্রৌঢ়ে পায় ক্ষমা
তারপর বার্ধক্যে সোনালি স্মৃতির রোমন্থন।


ভালোবাসা সহজতো নয়
যদি না হয় ধৈর্যচ্যুতি
চলো সেই অনন্ত খেলায় মাতি।


২৪-৭-২০০। সকাল ১০-০৯। সেনওয়ালিয়া