দিগন্তকে দেখবো ছুঁয়ে, হবে কি সঙ্গী আমার?
মনের ভেলায় যাবো ভেসে সবুজের হাতছানিতে
নৈঋত মেঘ পুলক জাগিয়ে উসকে দেবে প্রেম
আজ ভালোবাসায় তলিয়ে যাবো
ডুবসাঁতারে তুলে আনবো বিশ্বাসের মানিক্য
সমুখে আছে বাঁধা, ঝঞ্ঝাবিক্ষুব্ধ পথ
ঐক্যের জোড়ে পেরিয়ে যাবো সকল দুঃসময়
প্রতিটি প্রাপ্তি আঁকবো হৃদয়ে শব্দের আঁচড়ে
যদি কন্ঠ মেলাও উতলা প্রহরে উচ্ছল আবেগে
সঙ্কোচ ভুলে জড়িয়ে ধরে হবে শিল্পীত উদযাপন
তুমি কি সম্মত আছো করতে ইচ্ছের বেসাতি?
তবে আস্থায় ধরো হাত এই দিয়েছি বাড়িয়ে
প্রণয়ের মীথ হবো প্রেমকাব্যের ধ্রুপদী বিস্তারে
তুমি শুধু মেলে ধরো আনকোরা হৃদয়খানি
ভালোবাসার অষ্টব্যঞ্জনে তারে মনের মতো গড়ি
তারপর আর পিছু চাওয়া নয়
পৃথিবীর সব নির্জন উপকূলে হবে অনন্ত অভিসার।


১৫-৬-২০২০। সকাল ১০-৩০। হেমায়েতপুর