বর্ষণময় নির্জনবনে কৌতুহলী চোখ নাই
সন্তর্পণে সুযোগ বুঝে চলো ঐ দিকে যাই
কেয়ার সাথে ভিজবে তুমি শুভ্রশাড়ি গায়
উথলি প্রণয় হাত ধরে ধরে সঙ্গ দিতে চায়
ঝম্পক তালে বৃষ্টি মাখাবো উচ্ছল মিলনে
জলকেলিতে প্রেমপাথারে হব মগ্ন দুজনে
সঙ্গ দিলে তিতির ডাহুক সাদরে আমন্ত্রণ  
পদ্ম যদি ছড়ায় শোভা প্রফুল্ল হবে এ মন
গোপন কথায় বৃষ্টি দেবে শিল্পীত আড়াল
কেউ শুনবে না বাজুক যত হৃদয়করতাল
বর্ষা দিলো মিষ্টি সুযোগ আর সঙ্কোচ নয়
বিরহ ভুলে দীর্ঘ দিনের অতৃপ্তি করি জয়।


১৩-৬-২০২০। দুপুর ১-৫৮। সেনওয়ালিয়া