পৃথিবীকে আমরা একক সত্তা ভাবতে পারিনি
খাদ্যশৃঙ্খলের চূড়ায় বসে ঘোরাই ছড়ি
পুরুষ যারা বানাই নারীকে দমনের রীতিনীতি
তারপর আঁকি রাষ্ট্রের অনতিক্রম্য সীমানা
নিজ নিজ ধর্মবর্ম পড়ে খেলি অনন্ত যুদ্ধখেলা
জাতের বিভেদ টেনে নিশ্চিত করি অধিকার।


পৃথিবী কিন্তু সকলকেই তার সন্তান মেনে চলে
একই বাতাস বয়ে যায় সকলের ঘরে
সক্রিয় জলচক্র উজ্জীবীত করে চলেছে প্রাণ
সবার তরে অবারিত সবুজআমন্ত্রণ
নিজ অক্ষে ঘুরে করে আলোর সুষম বন্টন
সকলেই কম বেশি ভোগ করে ঋতুর চলন।


আমরা বিপথে গেলে পৃথিবী করে সংশোধন
কখনো খরাতে, কখনো মহামারীতে
     কখনো জলোচ্ছাসে, প্রচণ্ড আগ্রাসী ঝড়ে
           ফিরিয়ে দিতে চায় আমাদের লুপ্ত বোধ
প্রকান্তরে বলে যায়—
‘সহনশীল হও, সংযত হও, মিথোজীবী হয়ে বাঁচো’
যারা বোঝে না ঐক্যের ডাক তারা পড়ে থাক
আর যারা বুঝে নেয় ইঙ্গিত—
তারা এগিয়ে আসে সকল বিভেদ রেখা মুছে
সম্মিলিত প্রয়াসে তৈরী হবে এক বৃহৎ পৃথিবীগ্রাম।


১০-৮-২০২০। দুপুর ১-৫০। সেনওয়ালিয়া