তোমার করতলে আমার হাত
কী নিবিষ্ট মনে কচি ঘাসের মতো নাড়ছো
উন্মনা তুমি কী অমন ভাবছো?
বলার মতো জমেনি কথা মনে?
আমি কিন্তু অন্তর্গত প্রণয়ে উদ্দীপিত
দেখো আমার হৃদয়রেখাটি কেমন উদ্ভাসিত
তাই আত্মবিশ্বাস গেছে বেড়ে
অযুত ইচ্ছের উদ্গিরণে আজ হৃদয় ব্যাকুল
তুমি শুধু গা ভাসিয়ে দাও চাহিদার অনুকূলে
বাকিটুকু হবে শিল্পীত ইতিহাস
মহাকাব্যের পরতে লুকানো থাকবে সঞ্চিত শিহরণ
অমৃত সঙ্গীতে থাকবে হারিয়ে যাবার ইঙ্গিত
তুমি কি বিচলিত পরিণতির আশঙ্কায়?


শ্রাবণের মেঘ দেখো ডাকে ইশারায়
বলে, ‘এসো জলকেলিতে মাতবে সবাই’
দ্বিধা ভুলে চলো নেমে পড়ি স্বর্গীয় খেলায়
মৃদু গর্জনে ভর্ৎসনা দেয় গম্ভীর আকাশ।


আনাড়ি খেলা রেখে স্বতঃস্ফূর্ত হও
বিশ্বাসে আমার হাতটি ধরো
পুলকের অশ্রুতপূর্ব দিগন্তে শুরু করি অভিসার।


২৬-৬-২০২০। বিকাল ২-২১। সেনওয়ালিয়া