কী স্নিগ্ধতায় শুরু হয় দিন
অংশুমানের মিষ্টি আদরে চোখ মেলা
শিশিরস্নাত ঘাসেদের প্রলুব্ধকর আহ্বান
আর পাখিদের আন্তরিক অভিবাদন।
তারপর শুরু হয় জীবনের ঘানি টানা,
    আনন্দে অথবা বিষাদে,
       পুলকে নয়তো ক্ষুন্নিবৃত্তিতে
জন্মাবধি এক পরিচিত নামতা যাপন।
এর থেকে ব্যত্যয় হলে আমির নয়তো ফকির,
জীবনের দুটি ভিন্ন দিগন্তে বসবাস।
মাঝখানে পেশাজীবি ও শ্রমজীবির বহুবর্ণিল জগৎ
ঘামের নেশায় ছুটে চলা দম দেয়া ঘড়ি
বিকেল হলে সকলেরই ছুটি
কেউ ফেরে নিশ্চিত আশ্রয়ে, কারো ফুটপাতে চোখ।
জন্ম দিয়েছে ব্যবধান এঁকে
তার উপর চলে নানাবিধ যোগ বিয়োগের খেলা
পিছিয়ে যে পড়ে সে আর এগুতে পারে না দৈব ছাড়া
প্রত্যহ দিনরাত্রির চক্রে জমা হয় কতো উপাখ্যান
কতো সূচনা ও সমাপ্তির গল্প!
আমি সেইসব অব্যক্ত গল্পের ভূমিকা লিখতে বসেছি শেষ বিকেলের আলোয়।


৭-৫-২০২০। সন্ধ্যা ৫-৪০। সেনওয়ালিয়া