তোমাকে খুঁজি অবসন্ন বিকেলে ধূলিউড়া পথে
সন্ধ্যার আরক্ত দিগন্তে মেঘেদের নরম বুকে
কিংবা শিশিরের ভারে নুয়ে পড়া ঘাসের ডগায়
পিঁপড়ের ঢিবির আলোআঁধারি সুড়ঙ্গ গভীরে।


তোমাকে পাবো কি মধ্যরাতের তারা ভরা গগনে
ষোড়শী চাঁদের বাড়ন্ত শরীরের বিম্বিত ভাঁজে
অমাবশ্যার আঁধারে লক্ষী পেঁচার গল্পসঙ্গী হয়ে
অথবা গনগনে অহ্নের ঘামঝরা ক্লান্তিতে?


রমণসম্ভবা নির্জনে প্রশান্তির নিমজ্জনে তুমি থাকো
বাউরী বাতাসের বেয়াড়াপনায় ঘুরেঘুরে আসো
বন্ধুত্বের শক্তিতে জাগো, প্রণয়ের ইচ্ছেতে ভাসো
বিরহের বিধুর বাঁশরী তুমি, মিলনের সিদ্ধ মন্ত্র।


তুমি উচ্চকিত ভাবনার স্বতঃস্ফূর্ত প্রকাশ
কবির জীবৎকালের সম্পদ, বিলিয়ে পাওয়া সুখ
সম্মোহন কর, সম্মিলিত কর, দাও আবেগের পরিমিতি
আরাধ্য কাব্য তুমি, শিল্পভুবনের এক নান্দনিক ফুল।


২৩-২-১৯।  ভোর ১-১৬।  বাকৃবি