কালো বলে ঠেলেছো দূরে কোন যুক্তির জোড়ে
জানো না মানুষের বিবর্তন আমাদের হাত ধরে
সাদা, কালো, বাদামী ভেদ শোষকের হাতিয়ার
হলোকাস্টের নির্মমতায় ছিলো সাদারই সংহার
কতো ধর্ম মাথা তুলেছে এক আরবের জমিনে
বেদুইন তারা মরু-তাপে ছিলো বাদামী বরনে
আদিবাসীদের উৎখাত করে গড়েছো সভ্যতা
দ্বীপান্তরিত অপরাধীরা আজ দেখাও ক্ষমতা!
সাদাতো আসলে ত্বকের স্তরে মেলানিন ঘাটতি
বালুকা বেলায় রৌদ্রস্নানে হায় দূর করা খামতি
কর্মে যারা সাফল্য এনেছো মানবতার উৎসারে
সেই অবদান স্বীকার করি সবাই কৃতজ্ঞ অন্তরে
মানবমূল্য দিতে হলে লাগে মনুষ্যত্বের অধিষ্ঠান
হৃদয় হাতরে খুঁজে দেখো তার অস্তিত্বের সন্ধান
বৃথাই ভেসো না অহংকারে ঠিকই তলিয়ে যাবে
বৈচিত্রহীনতার সংকটে পড়ে সহসা বিলীন হবে
সংসার গড়ো, আলিঙ্গন করো বিবিধ গাত্রবরন
পৃথিবী হবে পুষ্প বাগান, হবে সম্ভাবনার স্ফূরণ
এক স্রষ্টার সৃষ্টি যদি তবে এতো ভেদাভেদ কেন
সহস্র বছর পার করে এসে কিচ্ছু শেখনি যেনো
মহাদেশব্যাপী ছড়িয়ে আছে একই মানব জাতি
সভ্যতার মঙ্গল ভেবে চলো যৌথ প্রয়াসে মাতি।


৯-৬-২০২০। সকাল ১০-৩৫। সেনওয়ালিয়া