কেমন আরোপিত বিচ্ছেদকাল কেটে চলেছে
তোমাকে না দেখার দীর্ঘ সময় অসহ্য ঠেকে
কত দিন হয় না চোখাচোখি, নেই স্পর্শপুলক
অভিমান করলেও থাকতে সন্ধির নৈকট্যে
আজ এক অলঙ্ঘ্য দেয়াল দুজনের মাঝামাঝি
কাব্যের ইতিহাসে নেই এমন বিচ্ছেদের উপশম
সঙ্গীতে নেই তেমন মন ভোলানো ইঙ্গিত
জানালায় বসে সয়ে যাওয়া পাখিদের উপহাস!


প্রিয়তমা, ঐ আকাশকে সাক্ষী রেখে বলছি
একদিন কেটে গেলে দুর্যোগ সমস্ত পুষিয়ে নেবো
আমরা হবো পাখিদের চেয়েও দুরন্ত
মেঘের পাল্কি চড়ে আমরা যাবো অভিসারে
ঋতু জুড়ে ফোটা সব ফুলে সাজাবো ফুলশয্যা
পাখিরা স্বেচ্ছাচারিতা ফেলে বাজাবে সিম্ফনি
আর তোমার হাতে তুলে দেবো মহাকাব্যসঞ্চয়
অনাগত কালের দুর্যোগবন্দীপ্রেমে মুক্তির শ্লোক।


১২-৫-২০২০। রাত ৯-৫৩। সেনওয়ালিয়া