সবাই কি সুখী হয়?
হয়তো কখনো কখনো, কোনো কোনো বিষয়ে।
সুখ একটি অনুভূতি মাত্র—
ইচ্ছে পূরণের, তৃপ্তির, নিশ্চিন্ততার অপার্থিব বোধ।
তারপর হঠাৎ ছন্দপতনে দুঃখের বৃত্তে অধিষ্ঠান।
অর্থ পারে না দিতে সুখ, সাময়িক স্বাচ্ছন্দ্য ছাড়া
দারিদ্রে নিপতিত প্রাণে দেখি সুখের স্ফূরণ
প্রাচুর্যভরা জীবনে শুনি দুঃখের গুঞ্জন।
সুখ তবে দৈব কিছু? বিধাতার  নিজস্ব বন্টন?
বৃথাই চিন্তামগ্ন হয়ে কেন করি দুঃখবিলাস!
‘সুখ আসলে ঘাপটি মেরে বসে সবার মনে,
হতাশায় ডুবিয়ে মারে দুঃখের প্রহসনে।’


পৃথিবীর অনেকের চেয়ে আমি ভালো আছি
এই ভাবনা আমার সমস্ত দুশ্চিন্তা মুছে দেয়
আঘাত পেয়ে ভাবি, এটাই প্রাপ্য ছিলো
কিছু হারিয়ে ফেলে মনে করি অনেকতো আছে
তখন দুঃখ আমাকে সমীহ করে
অবসর ভাবনায় আর করে না উঁকিঝুঁকি
এ সুযোগে হৃদয় দোলায় সুখের দক্ষিণা বাতাস।


৬-৬-২০২০। বিকাল ৩-৩২। সেনওয়ালিয়া