মৃত্যুর মিছিল এক পৌনঃপুনিক সংখ্যা
গুনতে গুনতে ধৈর্যের বাঁধ যায় ভেঙে  
এতো ইতিহাস নয়, কেবল পাতা উল্টে যাবো
ভয়ঙ্কর বর্তমান করে ত্রাসসঞ্চারী হুঙ্কার
চক্রবৃদ্ধি অপরাধের এমন অকস্মাৎ প্রত্যাঘাত!
সংশোধন প্রচেষ্টায় যদি বা বেঁচে যাই এ যাত্রা
তারপর পড়ে থাকে কোন বাস্তবতা?
জীবিকাহীন, কপর্দকশূন্য, ক্ষুধার্ত হাত!
রাস্তায় নেমে যাবে বিপন্ন মানুষ
মৃত্যুর চেয়ে অধিক যন্ত্রণার শূন্য উদর
আমিতো দেখি মানবতার করুণ বিপর্যয়
যাকে অনুসরণ করে চলে নজিরবিহীন পতন।


সাহায্যের পরিকল্পনা ত্রুটিপূর্ণ, পরিমাণ অপ্রতুল
স্বেচ্ছাসেবীরা ক্লান্ত ভীষণ
অলিতে গলিতে ঘোরে অসতর্ক আড্ডাবাজ
স্রষ্টাও তবে ফিরিয়ে নেবে মুখ!


বিজ্ঞানও আজ সমর্পিত দৈবের কাছে?
ভীষণ প্রত্যাশা করে এক বিরুদ্ধবাতাস
আমি তাই উত্থিত রাখি প্রার্থনার হাত
সহনীয় ধ্বংস শেষে থেমে যাক প্রলয়।  


৬-৪-২০২০। দুপুর ১-১৯। সেনওয়ালিয়া