অলিগলি আঁকাবাঁকা, একদিন হবে ফাঁকা, সময় হলে
কাঁচাটাকা কালোটাকা, যায় না ঢেকে রাখা, সমন এলে
ও মন অন্ধ-বধির, ভীষণ অধীর, তলাস নে কর্ম ফলে।


নিষ্পাপ জন্ম নিয়ে করি কতো যে পাপ বয়স কালে
যৌবন ঢলোঢলো, সংস্কার মুছে গেলো, রূপ দেখিলে
হিসাবের কানাকড়ি, অসহায় গড়াগড়ি, যায় বিফলে
নরকের অধিবাসী, আমরা দোষী, পুড়বো পাপানলে।


মানুষতো এমন বেহুশ পায়ে কুড়াল মারে কৌতুহলে
পূণ্য কামাই করে, বেশি তার পড়ে ঝরে, তলে তলে
ওরে আমার কথা, ভাবিস বৃথা, পথের ফকির বলে
জীবনের ভেদ শিখেছি, সব দেখেছি, এই পথে চলে।


৩১-৮-২০২০। সকাল ১১-৫৪। সেনওয়ালিয়া