কয়টি দিব্যি দিলে মানবে তুমি ভালোবাসি?
তোমার সান্নিধ্যে উষ্ণ নিশ্বাসে যে প্রকাশ
আমার অপলক দৃষ্টির যে চাহিদা
বারে বারে ফিরে আসার আকুতি
কোনো মানে নেই তোমার কাছে?
আর কীসের নিশ্চয়তা চাও তুমি?


আমিতো তুলে দিয়েছি সমুদয় স্বপ্ন
নির্ঘুম রাতের সকল শব্দসৃজন
বাড়িয়েছি হাত কখনো ফেরাবো না বলে
কোন আশঙ্কায় তুমি হলে দ্বিধান্বিতা
তুমি কি প্রেমের আগেই খোঁজ সংসারের ভীত
বিরহের আগেই চাও সুখের নিশ্চয়তা
প্রকৃতির সব নারীকুল হতে তুমি আলাদা নও মোটে
রক্তে তোমার নাচে সয়ম্বরা সভার আয়োজন!


তবু আমি নিষ্ঠ কবি পেতে দেই হৃদয়
অশ্রুত রূপকে প্রকাশ করি ভালোবাসা
যৌবনের প্রয়োজনে যদি সাড়া দাও
অসীম পুলকে ভাসাবার রেখেছি আয়োজন
আকাশকে ছাদ ভেবে ঠিকই গড়ে নেব ঘর
সবুজ শয্যায় হবে স্বর্গীয় বাসর
পাখিদের বরণগীতে স্মরণীয় হবে রাত।


কবির কাছে এর চেয়ে বেশি কিছু পাবে না
তবে যা তুমি পাবে নেই বৈষয়িকের অধিকারে
তুমিই ঠিক করো কোন ঘাটে ভেরাবে সাম্পান।


১৭-৬-২০২০। ভোর ২-০৫। সেনওয়ালিয়া