তুমি আর কেঁদো না—
দীর্ঘস্থায়ী বর্ষা যেমন একঘেয়ে লাগে
তুমিও হারিয়ে ফেলবে অন্যের মনযোগ
বরং ক্রন্দনকে কখনো ক্ষোভে করো রূপান্তর
বজ্রগর্ভ হুঙ্কারে ফেটে পড়ো সহসা
দেখবে সবাই সমীহ করবে, গুরুত্ব দেবে
রোদনকে করো না নিত্যপ্রকাশ
সেটা হবে প্রকৃতি বিরুদ্ধ
মাঝে দাও শরৎ হাসি, করো বসন্ত মাখামাখি
ঋতুর দোলায় সমর্পণ করো নিজেকে
দেখবে জুটে যাবে প্রেমিক, কবি কিংবা শিল্পী
প্রাপ্তিতে ও স্থায়িত্বে ঋদ্ধ হবে জীবন।


তবে মুছে নাও শেষ ফোঁটা অশ্রু
ছড়াও রংধনু আহ্বান
আমি উপমার তালাসে দেই ডুব।


১৬-৯-২০২০। ভোর ১-২৮। সেনওয়ালিয়া