ভালোবাসা শুধু মিলনের গল্পতো নয়
তারও আগে আছে পরিচিতির জটিল পর্ব
উপেক্ষার প্রচ্ছন্ন আঘাত
     লেগে থাকার একগুঁয়েমি
          সুদীর্ঘ একাকীত্বের কাল
অবশেষে পরীক্ষায় উৎরে গেলে আসে অবগাহন কাল
জানাশোনার নিবিড়তম সময়
হৃদয়ের অলিন্দে উঁকিঝুঁকি
কতো নির্জন দুপুর, নির্ঘুম রাত কাটে হেসেখেলে!
তারপর থেকে থেকে মৌসুমী বিরহভাসান
অদেখার ক্লীববেলায় হয় বোধের স্ফূরণ
তবেই না আসে সাফল্য
ভালোবাসা তখন স্বর্গীয় কিছু
অনাদিকালের যুগলপ্রাণে অলঙ্ঘ্য প্রেরণা
ইতিহাসের পাথরদেয়ালে আঁকা বহুশ্রুত মীথ।


তেমন ভালোবাসার জন্য জীবন রেখেছি বাজি
বলো তুমি কি ভাসতে রাজি?
তবে ধরো হাত, দুজনে ছুটি বন্ধুর পথে
অনেক তিতিক্ষার পরে জোটে যদি মিলনের প্রসন্নপ্রহর
অকপটে বলবো, ভালোবাসি, ভালোবাসি।  


১৮-৪-২০২০। সকাল ১০-৩৪। সেনওয়ালিয়া