আমাকে বিশ্বাস করে ঠকবে না তুমি
আমি জানি আমার দৈন্য,
    তাই মিথ্যে প্রতিশ্রুতি দেবো না
অল্পতে তুষ্ট থাকতে বেশ অভ্যস্ত আমি
আপাতত তোমার হাতদুটি রাখো আমার করতলে
আমি কিছুটা সময় শিল্পীত খেলায় মাতি
তারপর তুমি দিলে অনুকূল সাড়া
    উদ্গত উপমা সাজিয়ে লেখা যাবে প্রণয়কাব্য
রাত অবধি থাকো যদি জোছনা দেখাবো তোমায়
তখন প্রস্ফুটিত গন্ধরাজের নেশায় উতলা হলে
    না হয় দেবো শরীরী প্রেমের ছোঁয়া
সুগভীর চুম্বনের আবেশে ডুবে যাবে প্রত্যাশিত অতলে।


তোমাকে প্রলুব্ধ করে নয় —
মুগ্ধতার সিঁড়ি বেয়ে যদি হও হৃদয়লগ্ন
   সামর্থ্য ছাড়িয়ে দেবো অনন্ত ভালোবাসা
নিজেকে শুধাও বারংবার আত্মমগ্নধ্যানে
আমার সঙ্গে ভাসাবে কি জীবনের সাম্পান?


২৯-৯-২০২০। বিকাল ৪-১৩ । সেনওয়ালিয়া