আমি কি সেই মেয়ে???
আমিরুল ইসলাম
*******************
কত যুবককে দেখেছি
কত বান্ধবীকেও দেখেছি
সমুদ্রের ঢেউয়ের সাথে আমার চুলের তুলনা করতে,
খুব খুশি হতাম, আরো যত্ন নিতাম চুলের।
কখনও কখনও বলতে শুনেছি,
শিশিরে ভেজা গোলাপের পাপড়ির মত নাকি -
আমার এই টানা টানা চোখ দুটি।
খুব খুশি হতাম, লজ্জায় চোখ দুটি ঝাপসা হয়ে যেত-
অনেকে তো বলতো লজ্জা পেলে নাকি -
আমাকে আরো সুন্দর লাগে।
আগে চোখে কাজল লাগাতাম না,
একদিন এক ছেলে আমাকে বলেই ফেলল-
কাজল লাগাবেন নইলে নজর লেগে যাবে।
খুব খুশি হয়েছিলাম সেদিন,
চোখে কাজলও পড়েছিলাম তার কথায়।


কত যুবককে দেখেছি
কত বান্ধবীকেও দেখেছি
আকাশ ভরা তারার মধ্যে একটি চাঁদের সঙ্গে-
আমার তুলনা করতে।
প্রথমত বিরক্ত হতাম তবে খুব খুশিও হতো।
একদিন তো আমার এক বান্ধবী বলে বসলো
আমি নাকি হাজারো ফুলের মধ্যে গোলাপের মত।
লজ্জায় মুখ লাল হয়ে যেত
তখন তারা আবার বলতো লজ্জা পেলে আমি নাকি -
দুধে আলতা দেহ হীরের মত চকচক করে।
কত যুবককে বলতে শুনেছি
আমার পায়ের নূপুরের শব্দ নাকি -
মৌমাছির গুঞ্জনের মত অন্তরে অন্তরে বিচরণ করে।
আমি হাঁটলে নাকি -
শিশিরে ভেজা ঘাস তার মাথা নত করে ধীরে ধীরে।


এইতো সেইদিন.....
শীতের পূর্ণিমা রাতে শিশিরে ভেজা ঘাসের-
উপর হেঁটে যেতে  বড়ো ইচ্ছে করলো,
ইচ্ছে করলো তাদের নিজেকে তাদের চোখে দেখতে
চোখে কাজল পরে ,পায়ে নূপুর বেঁধে, চুলে বেনি করে
বেরিয়ে ছিলাম.....
নির্জনে পুর্নিমা রাতে সেই ছেলেটা আজ নরপশু
যে বলেছিল অন্যের নজর থেকে বাঁচতে কাজল পড়তে
সেইই শকুনের মত খুবলে খুবলে খাচ্ছিল দেহটাকে
তার সেদিনের চেহরা আজ মুহূর্তেই বদলে গেল।


আমি কি সেই মেয়ে.??
কোথায় গেলো চোখের বর্ণনা?
কোথায় গেলো সমুদ্র ঢেউ খেলানো চুল?
হাজারো ফুলের মধ্যে থেকে যেমন গোলাপকে ছিড়ে
তুলে তার সৌন্দর্য নষ্ট করে তেমন করলো আমার।
চুলগুলো উস্কখুস্ক করে দিল
চোখের কাজল অশ্রুসিক্ত হয়ে-
হীরের উজ্জ্বলতা  ঢেকে গেল।
আজও ঘাস মাথা নত করেছে ,তারা বড়ই অসহায়
তাদের উপরেই নিথর দেহ পরে রইলো.....
আজ কোনো তারিফ নেই....!
****সমাপ্ত****৮/০১/২০২০