কেউই তা পারে না
   ✍️আমিরুল ইসলাম
********************************
একটা সোজা পথ বেয়ে হেঁটেই চলেছি,
প্রাণপণে সহস্রবার চেষ্টা করেছি -
কখনও থামতে পারিনি ,
সময় থামতে দেয়নি।
কখনও দৌড়াতে হয়েছে আহারের পিছনে,
কখনও একমুঠো ভাতের জন্যে -
চোখ লাগিয়ে রেখেছি অপেক্ষার দূরবীনে।
কত রাত কেটে গেছে ভুখা পেটেই,
কত দিন উপোস থেকেছি ভাতের চাচি চেটেই।


কত রাত কেটেছে নির্ঘুমে,
হাতেগোনা কয়টি রাত হইতো
ঘুমিয়েছিলাম মায়ের আঁচলের তলায় নির্ভয়ে আরামে।
পারিনি সেখানেই থেমে যেতে,
আমি পারিনি...
কেউই তা পারে না
আজও , আজও ঘুমাতে পারিনা।।


চারিদিকে অন্যায় অবিচার,
বাতাসে বাতাসে ধর্ষিতার চিৎকার,
বারংবার চেয়েছি ' হুকুম করো হে আল্লাহ্ -
ইসরাফিল দিক সিঙ্গায় ফুৎকার।
শ্বাস থেমে যেতে চায়,
মন পিছনে ফিরে যেতে চায়,
পারছি না ফিরতে,
সময় ফিরতে দিচ্ছে না কিছুতে।
পারিনি আমি সেদিনও সময়কে ফাঁকি দিতে
পারিনি আমি সেদিন ওখানেই থেমে যেতে।
আমি পারিনি --- আমি পারিনি...
কেউই তা পারে না জানি ।


এইতো সেদিন সন্ধ্যায়
সূর্যের নিভু নিভু অন্ত বেলায়
রূপে গুনে পরিপূর্ণ এক রমণী চোখে পড়লো,
এক লাফাঙ্গা ছেলের হাতে হাত রেখে
নানান ভঙ্গিমায় প্রেম দরিয়ায় ডুবুরির মত ডুবে রইলো।
সে বুঝেনি, তারও অবস্থা পাশের বাড়ির রূপালীর মত হবে,
কে বোঝাবে তাদের ? তারা বুঝবেই বা'কবে ?
তারা বোঝেনা, তারা বুঝতে চায় না,
আমি বোঝাতে পারিনি তাদের
আমি পারিনি...
কেউই তা পারে না।
সেদিনও পারলাম না সময়কে ফাঁকি দিতে,
পারলাম না তাকে তার প্রেমের নিষ্ঠুর নির্মম অন্ত দেখাতে,
পারিনি সেই সন্ধাকে ওখানেই থামাতে।
আমি পারিনি, আমি পারিনি...
কেউই তা পারে না জানি
আমি ব্যর্থ হয়েছি সময়ের কাছে।
আমরা সবাই ব্যর্থ বেপরোয়া গতিশীল সময়ের কাছে।
*********************************
কেরালা, ২২ মার্চ ২০২০,