মাটির পাখি উড়তে জানেনা,
ডানা নেই তার
কোন অভিমানও নেই,
আছে শুধু ভালোবাসা, মমতা।
মাটির পাখি কোন অভিশাপ দেয়না
কারো অনিষ্ট সাধন করেনা
বলেনাকো কনো কথা মুখ ফুটে।
ডাল থেকে ডাকে, কিম্বা দিগন্ত থেকে দিগন্তে
সুখের অনেস্বায় বেড়ায়নকো ছুটে।
অনেক বড় প্রত্যাশা নেইকো তার,
উড়ে যায়নাকো সে
খাঁচার দরজা থাকলেও খোলা।
মাটির প্রেম তার -  ধুলোতে শুয়ে থাকে,
সোনার খাঁচা চায়না, অট্টালিকা চাযনা,
ভাঙ্গা ঘর চায়, মাটির বিছানা চায়,
প্রকৃতির কণ্যা মাটির পাখি,
মানুষ বুঝেও বুঝেনা।